পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা

পাকিস্তান সুপার লিগ খেলার কারণে সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান দুই দেশের সংঘাতের কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে গত রাতেই নতুন করে জানা যায় স্থগিত হয়ে গিয়েছে পিএসএলের বাকি অংশ।

নাহিদ রানা এবং রিশাদ হোসেনসহ গতকাল (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে এসে পৌঁছান তারা। এরপর সেখান থেকে আজ রওনা হন ঢাকার পথে। আজ শনিবার বিকেল নাগাদ ঢাকায় পা রাখেন রিশাদ নাহিদরা।
 
এছাড়া পিএসএলের অংশ পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারও পৌছেছেন দুবাইতে।
 
এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল বলেন, ‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কিভাবে এটার সমাধান বের করা যায়। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

পাকিস্তানে থাকা দুই ক্রীড়া সাংবাদিক প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করেন আমাদের এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন একসাথে বের করে নিরাপদ কোনো জায়গায় খেলোয়াড়রা যখন যাবে তখন যেন যেতে পারে।’

এমআর/টিএ


Share this news on: