৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ না করলে অফিস ঘেরাও

বিতর্কিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর কর্মকর্তাদের অপসারণের দাবিতে আগামী ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান নেবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই দাবিতে তারা ১৫ মে কালো পতাকা মিছিল করবে। শনিবার সংগঠনটির এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ ৫ সচিব।

তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হল। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

এ ছাড়া ১৪টি দাবি বাস্তবায়নের দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকার, বিভিন্ন কমিশন/সংস্কার কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োগ করা বিদেশি নাগরিকদের নিয়োগ/পদায়ন বাতিল চেয়ে সর্বোচ্চ আদালতে রিট দায়ের; সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী সচিব (নন-ক্যাডার) এর ফিডার পদে পদোন্নতি যোগ্য প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্য হতে জেষ্ঠতার ভিত্তিতে কমপক্ষে ৩০০টি সুপারনিউমারারী পদ সৃষ্টি করে সহকারী সচিব পদে পদোন্নতি; সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত সকল নন-ক্যাডার কর্মচারীদের রেশন প্রদান ও বিধিবর্হিভূতভাবে গঠিত জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বদলি ও পদোন্নতি বিষয়ক উপদেষ্টা কমিটি অবিলম্বে বাতিল করা; আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণের পর ফের নিয়োগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া; ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন সচিব, যুগ্মসচিব আলী আজম ও ড. জিয়াসহ জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025
img
সামনে বহু লড়াই বাকি: হান্নান মাসউদ May 12, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধ আলোচনায় অগ্রগতি, দাবি ট্রাম্পের May 12, 2025
img
বিশ্ব মা দিবসে 'সুপার মম' : সন্তানকে কোলে নিয়ে হোয়াইট হাউজে দায়িত্ব পালন করলেন সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি May 12, 2025