বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের পরবর্তী গন্তব্য : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘৮টার দিকে একটা মিটিং চলছে, সেটা আমরাও জানতে পেরেছি এবং আপনারাও (উপস্থিত সাংবাদিক) জানেন। সে বৈঠক থেকে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রূপরেখা আসে।’

তিনি বলেন, ‘যদি না আসে পুরো বাংলাদেশের মানুষ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যাদের হাত ধরে জুলাই হত্যাকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, তাদের অস্তিত্বই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট সে রোডম্যাপটা নেওয়ার জন্য আজকে এখানে অবস্থান করেছি।

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ও বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের সমন্বিত সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের গন্তব্য এখানেই থাকবে না কোন দিকে যাবে।’

আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে গণমাধ্যমকে এসব কথা বলেন সারজিস।

এ সময় তিনি বলেন, ‘আমরা এখনো যমুনার সামনে যাইনি। আমরা ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে অবস্থান করছি।অর্থাৎ আমরা শাহবাগ এবং যমুনার মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। আমরা এখানে আছি একটা কারণে; কারণটা হচ্ছে আমরা উপদেষ্টমণ্ডলী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আর সেই বার্তা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ এখন গণমানুষের দাবি হিসেবে চূড়ান্ত।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি।কিন্তু এটাও বলে দিচ্ছি আমরা চাইলে যমুনার দিকে যেতে পারি। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে যমুনাও দেখা যায় শাহবাগও দেখা যায়।’

এদিকে হাসনাত আব্দুল্লাহর ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেওয়ার পরপরই রাজসিক মোড়ে শাহবাগ মোড় থেকে মিছিল আসা শুরু করে। এ সময় রাজসিক মোড়ে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025
img
নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে গণফোরাম May 11, 2025
img
তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না: হাসনাত May 11, 2025
img
রশি লাগবে রশি নে, হাসিনারে ফাঁসি দে: ইশরাক May 10, 2025
img
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত May 10, 2025
পার্থ-পাভেলের দুর্দান্ত পারফরম্যান্স... May 10, 2025
পবনদীপের শরীরে ৮ঘণ্টা অস্ত্রোপচার, অপেক্ষায় আরও তিনটি May 10, 2025
যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র May 10, 2025
img
বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম May 10, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো May 10, 2025