বরিশাল থেকে কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, আসছে নতুন লঞ্চ টার্মিনালও

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত ৬ লেন মহাসড়ক অনুমোদন হয়ে গেছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক করা হবে।

শনিবার (১০ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, এ অঞ্চলের মহাসড়ক সংকীর্ণ থাকার কারণে এখন ভাঙার পর থেকে বরিশাল আসতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। আমি বলেছিলাম একসঙ্গে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক করতে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। আমাদের লজ্জার বিষয় এ অঞ্চলে আন্তর্জাতিকমানের কোনো স্টেডিয়াম নেই। বরিশাল স্টেডিয়ামের কার্যক্রম শামুকের গতিতে চলছে, দেখে মনে হয় সংস্কারে ১০ বছর সময় দরকার হবে। বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী ডিসেম্বর মাসেই আঞ্চলিক খেলা দেখতে চাই। বিপিএলও হতে পারে।

তিনি আরও বলেন, লঞ্চ চলাচল না থাকায় কিছু এলাকায় লঞ্চ টার্মিনাল বন্ধ হয়ে গেছে। আমরা ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রুট চালু করবো। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরিশাল বিভাগের মনপুরা, লাহারহাটসহ বিভিন্ন জায়গায় ৭-৮টি লঞ্চ টার্মিনাল হবে। দক্ষিণবঙ্গে আর যাই হোক নৌ চলাচল থাকবে। আমরা নতুন নতুন রুট খুলতে চাই। একই সঙ্গে ঐতিহ্যবাহী স্টিমারও চলবে। দ্রুতই স্টিমার যাত্রী সেবায় নামবে। এছাড়া মেহেন্দিগঞ্জের নদী ভাঙন রোধে ৫০০ কোটি টাকার প্রজেক্ট আছে। এর মধ্য দিয়ে ওই এলাকার নদী ভাঙনের দুর্ভোগ লাঘব হবে।

এছাড়াও বরিশাল জেলার বাবুগঞ্জের মীরগঞ্জ ব্রিজ নির্মাণের কার্যক্রম মোটামুটি শেষ বলে জানিয়েছেন উপদেষ্টা। আগামী ডিসেম্বরে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। এ ব্রিজ নির্মাণ শেষ হলে পার্শ্ববর্তী ৪টি উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ দূর হবে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় উপদেষ্টা বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025
img
সামনে বহু লড়াই বাকি: হান্নান মাসউদ May 12, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধ আলোচনায় অগ্রগতি, দাবি ট্রাম্পের May 12, 2025