যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরও ভারতের কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার (১০ মে) অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।” 

শ্রীনগরের কয়েকজন বাসিন্দা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছেন, তারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় শহরটির একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়।

শ্রীনগরভিত্তিক সাংবাদিক ওমর মেহরাজও আলজাজিরার কাছে নিশ্চিত করেছেন তারা বিস্ফোরণের শব্দ শুনছেন। তিনি বলেছেন, “আমরা শ্রীনগরে বিকট বিস্ফোরণ শুনতে পাচ্ছি। শনিবার সকালে এবং বিকেলে একই শব্দ শোনা গিয়েছিল। আমি আকাশে কোনো বস্তু উড়তে দেখেছি। তবে এগুলো মিসাইল নাকি আকাশ প্রতিরক্ষার কিছু তা একদমই স্পষ্ট নয়। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বারামুল্লাহ এবং জম্মুতে।” তিনি আরও বলেন, “বিস্ফোরণের পর এখানকার মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ আশ্রয়ে দৌড়ে গেছেন। তবে নতুন বিস্ফোরণে কোনো হতাহত হয়েছে কি না সেটি নিশ্চিত নই।”

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এক্সে আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে স্পষ্ট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তিনি পোস্টে লিখেছেন, “শ্রীনগরে কোনো যুদ্ধবিরতি নেই। শ্রীনগরের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।”

লুধিয়ানার ডিসি অবশ্য বলেছেন এ মুহূর্তে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে প্রয়োজন হলে ব্ল্যাকআউট করা হবে বলে জানান তিনি। সরকারি এ কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পাতিয়ালার বিভাগীয় কমিশনার (ডিসি) জানিয়েছেন, যদি কোনো হামলার সংকেত তারা পান তাহলে এ ব্যাপার জনসাধারণকে অবহিত করা হবে। এ মুহূর্তে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

অপরদিকে পাঞ্জাবের অমৃতসরের ডিসি দাবি করেছেন, সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদি প্রয়োজন হয় তাহলে অমৃতসরে ব্ল্যাকআউট কার্যকর করা হবে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দোসরদের পক্ষ অবলম্বনকারী উপদেষ্টাদের বিদায় দিতে হবে : বুলবুল May 11, 2025
img
ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা কর্মীদের বিদেশ ভ্রমণে লাগাম May 11, 2025
img
জাবির ১০ হাজার শিক্ষার্থীকে 'হেপাটাইটিস বি' ভ্যাকসিন দেয়ার উদ্যোগ May 11, 2025
img
সরকারের পদক্ষেপ ইতিবাচক, সবাইকে ঘরে ফেরার আহ্বান জানালেন হাসনাত May 11, 2025
img
আসছে স্বস্তির বৃষ্টি, হতে পারে কালবৈশাখীও May 11, 2025
img
পিরোজপুরে দুপুরের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৭ মাদ্রাসাছাত্র May 11, 2025
img
ফরিদপুরে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, পয়েন্টস ম্যান বরখাস্ত May 11, 2025
img
আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন- ডা. শফিকুর রহমান May 11, 2025
img
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই May 11, 2025
সেলিব্রিটি ট্রফিতে ফাইনালে গিগাবাইট টাইটানস May 11, 2025