আজ লাইলাতুল আওয়ামি পে'টানোর রাত বলে মন্তব্য করেছেন ইলিয়াস হোসেন।
রবিবার রাতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।
ইলিয়াস তার পোস্টে বলেন, আজ লাইলাতুল আওয়ামি পে'টানোর রাত।
পোস্টের শেষে তিনি আরো উল্লেখ করেন, মিছিল বের করলেই প্যাদানী৷
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি ৩৮ হাজার রিয়েক্ট এর সাথে ১ হাজার বার শেয়ার হয়েছে।
আরআর