পাতলা কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে?

প্রশ্ন : যদি কোনো ব্যক্তি এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ আদায় করে যে তার শরীর দেখা যায়, তাহলে তার নামাজে কোনো ত্রুটি হবে কি?

উত্তর : পাতলা কাপড়, যার বাইরে থেকে সতরের আকৃতি দেখা যায় বা রং প্রকাশ পায়, এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। (রদ্দুল মুহতার : ১/৪১০, বাহরুর রায়েক : ১/৪৬৭, বাদায়েউস সানায়ে : ১/৫৪৪)

এফপি/টিএ 

Share this news on: