১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেলাটি আয়োজন করে চেম্বার। তারা আশা করছে, ভবিষ্যতেও এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যেতে পারবে।
শনিবার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম।
শিল্পপণ্য ও বাণিজ্য মেলায় ঘুরতে আসা আব্দুল মতিন বলেন, আমাদের এখানে অনেক দিন পর মেলা হচ্ছে। এজন্য আমরা খুব আনন্দিত। তবে আরোও আপডেট হলে খুব ভালো হতো। কতদিন মেলা দেখিনি তা আমার মনে পড়ছে না। সে হিসেবে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী একটি মেলা পেলাম এতে আমরা খুব আনন্দিত।
নাসরিন বেগম নামের এক গৃহীণী বলেন, মেলায় ঘুরতে এসেছি সব কিছু দেখার জন্য। তবে এখনো মেলার অনেক কাজ শেষ হয়নি। সবকাজ শেষ হলে আরোও ভালো লাগবে।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, আপনাদের আমরা কথা দিতে পারি এই মেলাতে কোন ধরনের অশ্লীলতা, জুয়া, হাউজি বা কোন ধরনের ধর্মীয় আঘাত প্রাপ্ত এই ধরনের ঘটনা আমরা ঘটতে দিবো না। এটি একটি শিল্প ও বাণিজ্য মেলা। শিল্প ও বাণিজ্য মেলা হিসেবে আমরা এটিকে একটি মডেল করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিনোদনের সেই রকমের ব্যাবস্থা আমরা করতে পারিনি। তাই আমার প্রত্যাশা ও আমি আশা করি একমাস যাবৎ যে শিল্প ও বাণিজ্য মেলা হবে তাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ একমাস যাবৎ বিনোদন করতে পারবে। কম মূল্যে যেন পণ্য ক্রয় করতে পারে সেজন্য দোকানদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশু বাচ্চাদের বিনোদনের জন্য ২০টি মতো রাইড আছে। এতে এখানে তারা এনজয় করবে বলে আমার প্রত্যাশা। তাই এই মেলাকে ঠিক রাখার জন্য জেলার সব রাজনৈতিক নেতা ও প্রশাসনের সার্বিক সহোযোগিতা চাই।
মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও জেলা প্রশাসকের সার্বিক সহোযোগিতায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বাণিজ্য মেলার ইতিমধ্যেই শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আমরা এই শিল্প ও বাণিজ্য মেলার মাধ্যমে অত্র এলাকার দেশীয় শিল্প ও পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা স্টল বরাদ্দ নিয়েছে। তারা তাদের শিল্প পণ্যের প্রসার এখানে ঘটাবে। আমরা একটি বিষয়ে এখানে নিশ্চয়তা দিতে চাই, এই শিল্প ও বাণিজ্য মেলা হবে একটি ইউনিক মেলা। এখানে কোন প্রকার অশ্লীলতা কিংবা হাউজি, জুয়া বা অনাচার এখানে থাকবে না এবং এ জাতীয় কার্যকলাপ এখানে চলবে না। এই শিল্প ও বাণিজ্য মেলাকে একটি মডেল মেলা হিসেবে তুলে ধরতে চাই এবং এটিকে প্রতিষ্ঠিত করতে চাই।
আরএ/এসএন