লীগ ধর, জেলে ভর : হাসনাত

রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

বরিবার (১১ মে) ভোরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন।

হাসনাত পোস্টে বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

এছাড়া আজ রবিবার ভোর ৪টার দিকে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, ‘আমাদের তিনটা দাবি ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আজকে যে ঘটনা ঘটেছে এটা আমরা ইতিবাচক হিসেবে নিচ্ছি।

কারণ সরকার আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচারে কোনো বিধান ছিল না। কিন্তু আজকে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত হয়েছে। এ ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।

তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়।

তিনি বলেন, বিগত সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি। এখানে গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিতাও আমরা দেখেছি। শাপলা জুলাইসহ সকল গণহত্যার বিচার যেখানে তড়িৎ গতিতে হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখছি অনেক জুলাই আহতের মামলা নিচ্ছে না অনেক থানা। এখন কি দেশে বিভিন্ন প্রান্তে জুলাই যোদ্ধারা আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হচ্ছে।

এ বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই দ্রুতগতিতে জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

একই সঙ্গে আওয়ামী লীগ যে নিষিদ্ধ ঘোষিত হলো সে নিষিদ্ধদের রোড ম্যাপ আমরা জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। এর পাশাপাশি অন্তর্ভুক্তিকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা করবেন সে নির্বাচন ঘোষণার আগে আমরা বিচারের রোডম্যাপ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী শক্তির নানা বিষয় দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী বিরোধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।

সুতরাং আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ই আগস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেটাকে আর ওপেন করার সুযোগ নাই। যখনই আপনারা রিফর্ম করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদের প্রতিরোধ করব।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
জুলাই আহতরা শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন May 12, 2025
img
এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত: কাদের সিদ্দিকী May 12, 2025
img
শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের প্রাণ গেল May 12, 2025
img
নাটোরে মাদকসহ গ্রেফতার দুই ভাই May 12, 2025
img
জয়পুরহাটে পুলিশের এসআইয়ের হাত ও পায়ে ছুরিকাঘাত May 12, 2025
img
সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফের থানা হেফাজতে May 12, 2025
img
পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি May 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল May 12, 2025
img
জামালপুরে বিয়ের দাবিতে অনশনে তরুণী, পরিবারসহ প্রেমিক উধাও May 11, 2025
জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা May 11, 2025