টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে আগ্রহী ভারত

আগামী গ্রীষ্মে এ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিসিসিআই—এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ফাইনাল ভারতে হলে ইংল্যান্ডের সামার ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পাশাপাশি, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আইসিসির জন্য লজিস্টিক ব্যবস্থাপনাও হতে পারে কঠিন।

সম্প্রতি কাশ্মীরে হামলার পর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়েছে। এই উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগে স্থগিত করা হয়। আইপিএল বন্ধ করা হয় সাময়িক সময়ের জন্য।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে—২০২১ সালে সাউদাম্পটনের রোজ বোল এবং ২০২৩ সালে ওভালে। এছাড়া, এই বছরের ফাইনাল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিত হবে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির চিফ এক্সিকিউটিভদের বৈঠকে ২০২৭ ফাইনালের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করে ভারত। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অরুণ সিং ধুমাল আইসিসির কমিটিতে ভারতের প্রতিনিধি হিসেবে রয়েছেন, আর তার পূর্বসূরি জয় শাহ আইসিসির বর্তমন চেয়ারম্যান।

তাই ভারতের আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে।

তবে আইসিসির উদ্বেগ রয়েছে, ভারত ফাইনালে উঠতে না পারলে ভারতে দর্শক সাড়া কম হতে পারে। বিপরীতে, ইংল্যান্ডে প্রতিটি ফাইনালে মাঠ ভরপুর দর্শক পেয়েছে। আগামী মাসে লর্ডসে হওয়া ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

এছাড়াও, পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনার কারণে কোনো দল যদি ফাইনালে উঠে, তবে ভেন্যু পরিবর্তন বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025
img
সামনে বহু লড়াই বাকি: হান্নান মাসউদ May 12, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধ আলোচনায় অগ্রগতি, দাবি ট্রাম্পের May 12, 2025
img
বিশ্ব মা দিবসে 'সুপার মম' : সন্তানকে কোলে নিয়ে হোয়াইট হাউজে দায়িত্ব পালন করলেন সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি May 12, 2025
img
‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’ May 12, 2025
img
শামীম ওসমানকে স্ত্রী-সন্তানসহ দুদকে তলব May 12, 2025