যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সংকেত জারি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পাকিস্তান ভারতের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এই অভিযোগ আরও জোরালো হয়েছে পাঞ্জাবের অমৃতসর শহরের সাম্প্রতিক ঘটনার পর।

শুক্রবার (৯ মে) রাতে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই জেলা প্রশাসক পুরো শহরে ‘লাল সতর্কতা’ জারি করেন এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকআউটের পর ভোর ৫টার দিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থা।

রোববার (১১ মে) সকালে এক বিবৃতিতে শহর ও জেলার বাসিন্দাদের উদ্দেশে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, “আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি। কিন্তু ভুলে গেলে চলবে না যে বিপদ এখনও কাটেনি। অমৃতসর শহর ও জেলা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীর উদ্দেশে বলছি, আপনা খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। ঘরের ভেতর থাকবেন এবং অবশ্যই জানালার কাছে যাবেন না। ঝুঁকি কেটে যাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সবুজ সংকেত জারি করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং দয়া করে ভয় পাবেন না।”

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনা চলার পর সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। এই সংঘাতের জেরে গুরুতর ঝুঁকির মুখে পড়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা।

টানা কয়েক দিনের সংঘাত-সহিংসতা চলার পর যুক্তরাষ্টের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ভারতের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র : এএনআই

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত May 14, 2025
img
২০২৪ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিতে রেকর্ড, ঘরছাড়া ৮ কোটির বেশি মানুষ May 14, 2025
img
পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক রোনালদো জুনিয়রের May 14, 2025
img
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া! May 14, 2025
img
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ May 14, 2025
img
গাজায় প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির May 14, 2025
img
কোরবানিতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৭ সদস্যের কমিটি গঠন May 14, 2025
img
১৪ মে ২০২৫, আজকের রাশিফল May 14, 2025
img
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন ড. মুহাম্মদ ইউনূস May 14, 2025
img
বাংলাদেশ ক্রিকেট এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় May 14, 2025