আলোচিত বাবা-মেয়েকে নিয়ে যে তথ্য দিলেন কেয়ারটেকার

সাভারে ঘটে যাওয়া মেয়ে কতৃক বাবার হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহত হয়েছেন আব্দুস সাত্তার, যার মৃতদেহ তারই ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ও তার দুই সঙ্গীকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কেয়ারটেকার জানান, রাত আনুমানিক ৪টা নাগাদ তিনি একটি ফোনকল পান। ফোনে বলা হয়, “আঙ্কেল, আমরা পাঁচ তলার ১৪ নাম্বার ফ্ল্যাট থেকে বলতেছি। আমাদের দরজা কেউ বাইরে থেকে আটকায়ে দিছে।” তিনি বিষয়টি শুনে ফ্ল্যাটে উঠে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দরজায় নক করেন। এ সময় ওই ফ্ল্যাটের ভেতর থেকে জানানো হয়, “এখন দরজা খোলা যাবে না, পুলিশ আসবে, তারপর দরজা খোলা হবে।”
পরে পুলিশ এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ জান্নাত জাহান শিফাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এই ফ্ল্যাটে তার চাচাতো দুই বোনকে আর দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যাওয়া হয়।

তদন্তে জানা যায়, আব্দুস সাত্তার ২০১৯ সালে দ্বিতীয় বিয়ে করেন। সেই নারীরই মেয়ে জান্নাত জাহান শিফা। ওই নারী মারা যাওয়ার পর থেকেই পারিবারিক অশান্তি চরমে পৌঁছে। জানা যায়, শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২০২২ সালে নাটোরে একটি মামলা করেছিলেন। পাল্টা প্রতিশোধ হিসেবে আব্দুস সাত্তার মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেন।

এই বিরোধ থেকেই মূলত হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, শিফা আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন।

এফপি/এস এন  

Share this news on:

সর্বশেষ

img
টানা ৫৫ দিন সমুদ্রে ভেসে প্রাণ নিয়ে ফিরলেন ৫ জেলে May 12, 2025
img
মা দিবসে যমজ সন্তানের সুখবর দিলেন অ্যাম্বার হার্ড May 12, 2025
img
পাকিস্তানের দাবি : ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলা May 12, 2025
img
ট্রাম্পের এক হুঁশিয়ারিতে পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি May 12, 2025
img
তাপপ্রবাহ কমছে সোমবার থেকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর May 12, 2025
img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025