আয় বাড়লেও জ্বালানি সংকটে রফতানিমুখী শিল্পখাত

রফতানি আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি এলেও দেশের রফতানিমুখী শিল্প খাত এখন তীব্র জ্বালানি সংকটে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের সঙ্কটের কারণে উৎপাদন সক্ষমতা কমে গেছে প্রায় ৩৫ শতাংশ। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় এসেছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। সেই সময় রফতানি আয় ছিল ২ হাজার ৯৬৭ কোটি ডলার।

অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছেন না রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা।

উদ্যোক্তারা বলছেন, শুল্কযুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চল নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়।

এ অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রফতানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা।

ইভেন্স গ্রুপের পরিচালক শাহ রাইদ চৌধুরী বলেন, ‘যেখানে গ্যাসের চাপ ১০ থেকে ১৫ পিএসআই থাকা উচিত, সেখানে গত তিন সপ্তাহ ধরে গ্যাসের চাপ একেবারে নেই বললেই চলে। ১.৫ থেকে ২ পিএসআই গ্যাসের চাপে কিছুই করা যায় না।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ আর গ্যাস সমস্যার কারণে ৩৫ শতাংশ উৎপাদন বন্ধ। আমাদের অপচয় বাড়ছে। এই খরচগুলো কে আমাদের রিকভার করে দেবে।’

রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান খান বাবু বলেন, ‘ট্যারিফের যে চ্যালেঞ্জটা রয়েছে, সেটা কম-বেশি সবার। কিন্তু অভ্যন্তরীণ গ্যাসের সমস্যা সবার না। এতে ক্রয়াদেশ হাত ছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে। এখন ক্ষতি কীভাবে পুষিয়ে নেয়া যায়, সেটা নিয়ে কাজ করতে হবে। ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্তহীনতা না থাকে।’

চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম বলেন, গত মাসে রফতানি অনেক ভালো ছিল। কিন্তু চলতি মাসে কমতে শুরু করেছে। ফলে সময়মতো পণ্য হাতে পাওয়া নিয়ে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, ‘রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়ে কারখানার চাকা সচল রাখতে হবে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দলে ঢুকতে আর কী করতে হবে, শ্রেয়াসের বাবার প্রশ্ন Aug 21, 2025
ইউক্রেন যুদ্ধে রুশপক্ষে লড়াই করা কোরীয় সেনাদের প্রশংসায় কিম জং উন Aug 21, 2025
img
পদত্যাগ করে মিষ্টি বিতরণ করলেন বাগছাস নেতা! Aug 21, 2025
জাকসু নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া Aug 21, 2025
'স্লোগান হবে তারেক রহমানের, জয়ধ্বনি হবে ধানের শীষের' Aug 21, 2025
জাকসু নির্বাচনে সেনা মোতায়নের প্রসঙ্গে যা বললেন শিক্ষার্থী Aug 21, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, দেশে ভরিপ্রতি কত? Aug 21, 2025
‘কাউকে হত্যা করার মধ্য দিয়ে শক্তি মাপা যায় না Aug 21, 2025
পুরুষ ও পুরুষতন্ত্র নিয়ে সমালোচনা বাঁধনের Aug 21, 2025
img
ছয় দশকে সিঙ্গাপুরে গড় আয়ু বেড়ে ৮৬ বছর Aug 21, 2025
img
ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ, সাবেক পুলিশপ্রধান রিমান্ডে Aug 21, 2025
img
দায়িত্ব নিয়েই ডিসি সারওয়ারের কড়া বার্তা, যেসব খাতে দেবেন বিশেষ নজর Aug 21, 2025
img
ইনজুরিতে থাকা হিথার নাইটকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের Aug 21, 2025
img
আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে : জামায়াত ইসলামী Aug 21, 2025
img
লন্ডনে শুরু হ্যারি পটার টিভি সিরিজের শুটিং, দেখা মিলল হ্যারি-হ্যাগ্রিডের Aug 21, 2025
img
‘আপনাদের গালে চড় মারা উচিত’, নেইমারদের উদ্দেশ্য করে সমর্থকরা Aug 21, 2025
img
১১৬তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি Aug 21, 2025
img
যেকোনো ক্যাডার কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে : প্রেসসচিব Aug 21, 2025
img
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ Aug 21, 2025
img
প্রথম কাজেই প্রশাসনকে খোঁচা? আরিয়ানের সংলাপে উঠে এলো মাদককাণ্ড Aug 21, 2025