মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়াতে খামেনির আহ্বান

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও সম্ভাব্য দুর্ভিক্ষের পটভূমিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (১০ মে) তেহরানে এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য মূলত দায়ী ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা।

খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন।

ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরও গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। গাজায় এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে। এ অবস্থায় ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্বজনমত গঠনের আহ্বান জানান খামেনি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থাপনার প্রস্তাব দেয়া হয়েছে, যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। তবে এ উদ্যোগকে 'ইসরাইলি কৌশলে ত্রাণকে সামরিকীকরণ' বলে অভিহিত করেছে হামাস। কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি।

এদিকে ইসরাইলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে ২৩ লাখ মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধে পরাজিত। এক মাসের বেশি সময় ধরে ইসরাইলের অবরোধে কার্যত বন্ধ খাদ্য সরবরাহ।

ডায়াবেটিস, ক্যানসার, হেপাটাইটিস ও ইমিউন রোগে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবিসিকে এক ফিলিস্তিনি বাবা জানান, ডায়াবেটিস আক্রান্ত সন্তানের জন্য ইন্সুলিন খুঁজতে গাজার উত্তর প্রান্তে দিনের পর দিন ঘুরছেন তিনি।

এরমধ্যেই, শনিবার ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেইর আল বালাহ ও গাজা সিটির সাবরা এলাকায় তাঁবুতে থাকা পরিবারগুলোর উপর চালানো হয় বিমান হামলা।রাফাহ ও শেখ রাদওয়ান এলাকাতেও ড্রোন হামলা ও নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও কয়েকজন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
থিওরিটিক্যাল নয়, জলব্ধতার প্র্যাক্টিক্যাল সমাধান চান প্রধান উপদেষ্টা May 14, 2025
img
‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—ঈদে আসছে তারকাবহুল সিনেমা ‘উৎসব’ May 14, 2025
img
'কোহলি কখনও প্র্যাকটিস ম্যাচ খেলতে পছন্দ করত না' May 14, 2025
img
হঠাৎ করেই বউ নিখোঁজ! পোস্টার লাগিয়ে খুঁজছেন অভিনেতা রাশেদ সীমান্ত May 14, 2025
img
বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ May 14, 2025
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনজনকে অব্যাহতি May 14, 2025
নুর-আফ্রিদির ৫ ঘণ্টার গোপন বৈঠক! যে ব্যাখ্যা দিলেন নুর May 14, 2025
৫৮৭ দিন জেলে ছিলেন জোবায়দা রহমান? May 14, 2025
শেখ পরিবারের সদস্য হওয়ায় আটকে গেল পার্থর স্ত্রীর বিদেশযাত্রা! May 14, 2025
সোহরাওয়ার্দী উদ্যানে ফের প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর May 14, 2025