নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, আমাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল দেলোয়ার হোসেন উত্তরায় অবস্থান করছেন। দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানার যৌথ চেষ্টায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি তিনি। এর মধ্যে যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (১১ মে) দেলোয়ার হোসেনকে আদালতে তোলা হবে।

এসএন 

Share this news on: