টানা বিশ দিন ধরে সামাজিক মাধ্যমে একের পর এক ‘ব্ল্যাঙ্ক পোস্ট’ দেওয়ার পর, অবশেষে রবিবার সকালে নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে একটি দীর্ঘ হিন্দি পোস্ট দেন তিনি।
সেই পোস্টে বিগ বি তুলে ধরেছেন পহেলগামের ভয়াবহ হামলার প্রসঙ্গ এবং কিভাবে তা থেকেই ‘অপারেশন সিঁদুর’-এর সূচনা—সেটাও উল্লেখ করেছেন। এরপর তিনি引用 করেন তাঁর বাবা, কবি হরিবংশ রায় বচ্চনের বিখ্যাত কবিতার সেই অনুপ্রেরণাদায়ক পঙক্তি, যা ‘অগ্নিপথ’ ছবিতে ব্যবহার হয়েছিল।
“তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি। কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!”
প্রসঙ্গত, ২২ এপ্রিল শেষবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু পহেলগাঁও হামলা ঘটে যাওয়ার পর থেকেই তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। যাকে ঘিরে কৌতূহলও তৈরি হয়েছিল। অবশেষে ওই জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করতে দেখা গেল তাঁকে। এর আগে আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মামুট্টি, ইমরান হাসমির মতো বহু অভিনেতা-অভিনেত্রীকেই ওই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেল ৫টা ৪২ নাগাদ এক্স হ্যান্ডেলে লেখেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” পরে ভারত ও পাকিস্তানের তরফেও বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়।
আরএ/এসএন