বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা” উযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা।
রোববার (১১ মে) এই বন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি।
বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়ত স্বাভাবিক থাকবে।
তবে আগামী কাল সোমবার (১২ মে) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানিয়েছেন, বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে রোববার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুদেশের ব্যবসায়ীরা।
তবে সোমবার থেকে যথারীতি চালু হবে।
আরএম/এসএন