ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে আবেগে ভাসছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছোটবেলা থেকেই সেনা পরিবারের সদস্য হওয়ায় সেনাবাহিনীর সঙ্গে রয়েছে তার গভীর আত্মিক বন্ধন। অভিনেত্রীর বাবা, লেফটেন্যান্ট জেনারেল ইন্দ্রজিৎ চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। ফলে সেনার জীবন রিয়ার কাছে শুধুই পেশা নয়, এক গর্বের পরিচয়।
ভারতের বর্তমান যুদ্ধাবস্থা তাকে নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় রিয়া লেখেন, “শৈশব থেকেই সেনার পোশাক আমার কাছে বাবার শরীরেরই অংশ মনে হয়েছে। শান্ত, গর্বিত এবং প্রস্তুত।
আমার মা সবসময় চোখের জল লুকিয়ে শক্ত থাকতেন। সেনাবাহিনীর ঘরে জন্মানো মানেই প্রতিদিন কিছু না কিছু শেখা। এই পরিবারে ভালোবাসা মানেই দূরত্ব মেনে নেওয়া। আমি আজ নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ কোনো এক সৈনিকের বাবা, মা বা ভাই সীমান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন।”
রিয়া আরও বলেন, “আমি আপনাদের পাশে আছি। আমি অনুভব করি আপনাদের প্রতিটি লড়াই। একজন সেনাকন্যা হিসেবে সেনা পরিবারকে জানাই ভালোবাসা, শক্তি ও স্যালুট।” তিনি বার্তার শেষে লেখেন, ‘জয় হিন্দ’।
উল্লেখ্য, বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর নাম বারবার উঠে আসে আলোচনায়। জেলও খাটতে হয় তাকে। দীর্ঘ সময় পরে অবশেষে সুশান্ত মামলায় শাপমুক্ত হন তিনি। ফিরে পান স্বস্তি ও সামাজিক স্বীকৃতি। এবার সেনাকন্যা হিসেবেও নিজের পরিচয় সামনে আনলেন রিয়া।
রিয়ার মতোই এর আগেও বলিউডের অনেক তারকা—অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, সুস্মিতা সেন, প্রীতি জিন্টা প্রমুখ সেনাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।