কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না : পাকিস্তানকে শেবাগের ইঙ্গিত!

যুক্তরাষ্ট্রের উদ্যোগে দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। টানা ৪৮ ঘণ্টার কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে এই চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণার পরপরই দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর করে।

তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, তারা যুদ্ধবিরতি “বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ”।

এরই মধ্যে পাকিস্তানকে আবারও নিশানা করেছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। পাকিস্তানের নিন্দায় সবচেয়ে বেশি সরব দেখা গেছে বীরেন্দ্র শেবাগকে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘কুত্তে কি দুম তেড়ি কি তেড়ি হি রেহতি হ্যায়।’ অর্থাৎ কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না।

একই পোস্ট দেখা যায় আরও দুই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং রাহুল তেওয়াটিয়ার এক্স হ্যান্ডেলেও। যদিও শেবাগের পোস্টে পাকিস্তানকে মেনশন করা হয়নি। তবে পোস্টটি যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সেটি আর বুঝতে বাকি নেই কারও।

অন্যদিকে শিখর ধাওয়ান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘটিয়া দেশ নে ফির আপনা ঘটিয়াপান পুরি দুনিয়া কে আগে দিখা দিয়া।’ অর্থাৎ ঘটিয়া পাকিস্তান নিজের খারাপ রূপটা আবার গোটা দুনিয়ার সামনে প্রকাশ করে ফেলল তারা।

এর আগে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও পাকিস্তানকে নিয়ে তোপ দেগেছিলেন শেবাগ। ভারতীয় সাবেক এই ক্রিকেটারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। সন্ত্রাসীদের বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং তাদের নিয়ে অনেক কথাও তারা বলে। আমাদের বাহিনী সবচেয়ে উপযুক্ত জবাবই দেবে, এমন জবাব দেবে যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না।’

আরএ/এসএন

Share this news on: