আ.লীগ নিয়ে হাসনাতের পোস্ট

আন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শনিবার রাতে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড—সাইবার স্পেসসহ—নিষিদ্ধের ঘোষণা আসে। এরই ধারাবাহিকতায় রোববার (১১ মে) সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

এর আগে, শনিবার রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্তও ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

তিনি বলেন, ‌‘তিন দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

আরএ/এসএন

Share this news on: