পাকিস্তানে নিরাপত্তা সংকটে একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত
মোজো ডেস্ক 03:48PM, May 11, 2025
পাকিস্তানে চলমান নিরাপত্তা সংকটের কারণে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু, আঞ্চলিক আন্তঃজেলা চ্যালেঞ্জ কাপ এবং অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা একদিনের টুর্নামেন্ট তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে এসব টুর্নামেন্ট আপাতত বন্ধ রাখা হচ্ছে, পরবর্তী সূচি পরে জানানো হবে।
এর আগের দিনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল। পিসিবি জানায়, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার আগে পিএসএল চালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে বিবেচনা করেছিল তারা। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় বিদেশি ক্রিকেটাররা নিজ দেশে ফিরতে শুরু করলে সেই পরিকল্পনাও বাতিল হয়।
এদিকে চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতির কারণে সফর নিয়ে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পিসিবি।
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু টুর্নামেন্টটি এপ্রিলের মাঝামাঝি শুরু হয়েছিল এবং ২২ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল। অন্য দুটি টুর্নামেন্টও মে মাসজুড়ে চলার কথা ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার দিকেই যাচ্ছে পিসিবি।