রোড ট্রিপ, রহস্য আর রোমাঞ্চ—৮ নায়িকা নিয়ে ফিরছেন মোশাররফ করিম

ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় হইচই-এর নতুন অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’–তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

কমেডি ঘরানার এই সিরিজে মোশাররফ করিমের পাশাপাশি থাকছেন একঝাঁক পরিচিত মুখ। রয়েছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

মোশাররফ করিম বললেন, “অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটা আমার প্রথম কাজ। গল্প ও চরিত্র দুটোই দারুণ বলেই যুক্ত হয়েছি। আর হইচই-এর সঙ্গে তো আমার সম্পর্ক দীর্ঘদিনের, তাই এই সিরিজ নিয়েও আশাবাদী। দর্শক এখানে একেবারে নতুন কিছু পাবে।”

রুনা খান অভিনয় করছেন গরম মেজাজের আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে। তানজিকা আমিনকে দেখা যাবে তার বিপরীত স্বভাবের রূপে। মৌসুমী হামিদ হচ্ছেন এক নারী মৌয়াল, সাদিয়া আয়মান ছটফটে তরুণী, জুই করিম থাকছেন এক নতুন রূপে। সংযম ও অনুভূতিময় ভূমিকায় থাকছেন ফারহানা হামিদ। অদিতি ও বৃষ্টি এই সিরিজ দিয়েই আত্মপ্রকাশ করছেন।

পরিচালক অমিতাভ রেজা জানিয়েছেন, “এই সিরিজে আব্বাস (মোশাররফ করিমের চরিত্র) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলায়, তা উঠে এসেছে রোড অ্যাডভেঞ্চারের কৌতুকময় জটিলতায়। যারা কাজ করেছেন, তারা প্রত্যেকেই আমার হৃদয়ের কাছের মানুষ।”

এখন শুধু অপেক্ষা, কবে হইচই-এ উন্মুক্ত হবে বোহেমিয়ান ঘোড়া।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ