মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে শনিবার রাতে এক অজানা ড্রোন উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় এক যুবক পলাশ ভুট্টা খেতে ড্রোনটি পড়ে থাকতে দেখে সেটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ, বিএসএফ ও পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ড্রোনটি বাজেয়াপ্ত করে বিএসএফ।
নিমতিতা পঞ্চায়েত সদস্য আনসারুল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সামশেরগঞ্জ থানা ও বিএসএফকে জানানো হয়। পরে বিএসএফ ক্যাম্প থেকে কর্মকর্তারা এসে ড্রোনটি নিয়ে যান।
ড্রোন উদ্ধারের স্থানের আশপাশেই রয়েছে নিমতিতা বিএসএফ ক্যাম্প এবং কাছেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা।
সামশেরগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, এক যুবক ড্রোনটি নিজের দাবি করেছেন এবং তার মোবাইল ও ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে।
তবে গ্রামবাসীদের একটি অংশের ধারণা, ড্রোনটি হয়তো বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল চরবৃত্তির উদ্দেশ্যে এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে তা ফিরে যেতে পারেনি।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ জানান, ড্রোনটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএসএফ ড্রোনটি নিয়ে গেছে।
টিকে/টিএ