সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন রোহিত শর্মা। বিরাট কোহলিও লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনায় রয়েছেন। অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার কি একই পথে হাটতে চলেছেন মহম্মদ শামি? আগামী ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন শামি। বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে পারেননি। এরপর ফিরে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলে, কিন্তু আগের মতো পারফর্ম করতে পারেননি। তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচকরা।
এক বোর্ড কর্মকর্তা ভারতের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “শামি এখনও টেস্ট দলে প্রথম পছন্দ নন। ওর ছন্দ হারানো স্পষ্ট। আইপিএলে রান-আপে সমস্যা দেখা যাচ্ছে, বল ঠিকঠাক কিপারের কাছে পৌঁছচ্ছে না। ফর্মেও আগের মতো ধার নেই। শর্ট স্পেল খেলেই ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “বুমরাহ না খেললে শামির উপর ভরসা রাখা হচ্ছিল। কিন্তু শামি যদি সেরাটা দিতে না পারেন, তাহলে বড় সমস্যা হবে।”
এই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে অর্শদীপ সিং, খলিল আহমেদ ও যশ দয়ালের নাম। মহম্মদ সিরাজও নিশ্চিত নয়, তাঁর জন্য ইংল্যান্ড সফর হতে পারে অগ্নিপরীক্ষা। সব মিলিয়ে ভারতের পেস আক্রমণে বড় রদবদলের ইঙ্গিত মিলছে।
টিকে/টিএ