বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার। অশ্লীল মন্তব্যের কারণে বেশ সমালোচনা শিকার হয়েছিলেন। এবার বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন তিনি। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার কটাক্ষের শিকার হলেন। চাপের মুখে পোস্টও ডিলিট করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, ‘পাকিস্তানিদের প্রতি কোনো ঘৃণা নেই। ভারতীয়রা ঘৃণা ছড়াচ্ছে যদি প্রতিবেশী দেশের কেউ ভাবেন, তবে তার প্রতি আমি ক্ষমাপ্রার্থী। আমাদের অনেকেই শান্তি চান। আমরা যখন পাকিস্তানের সঙ্গে দেখা করেছি ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।’
‘আপনাদের দেশে সরকারের অধীন নয়। সেনার অধীন। আর আইএসআইয়ের অধীন। তবে বেশিরভাগ পাকিস্তানি এই দুই শাখার বাইরে। বেশিরভাগ পাকিস্তানি শাস্তি ও সম্প্রীতির পক্ষে। ওই দুই খলনায়ক স্বাধীনতা থেকে আপনাদের অর্থনীতিতে আঘাত হানছে।’
তার এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকে এ পোস্ট নিয়ে আলোচনা-সমালোচন করেন। অবশেষে নেটদুনিয়ায় রোষের জেরে পোস্টটি ডিলিট করেন ইউটিউবার।
উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।
ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এমআর/টিএ