বিশ্ব রেকর্ড ভারতীয় নারী ক্রিকেট দলের

বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে তিনশোর উপর রান করে অনন্য নজির গড়েছে স্মৃতি মন্ধানা-হরমনপ্রীত কৌররা।

রোববার ফাইনাল ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ভারত ৭ উইকেট হারিয়ে করে ৩৪২ রান করে। এই রান করার মধ্য দিয়ে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

ভারতীয় নারী ক্রিকেট দল এই নিয়ে ওয়ানডেতে এক ক্যালেন্ডার বছরে মোট চার বার তিনশোর উপর রান করল। এটি এক ক্যালেন্ডার বছরে নারী দলের সর্বোচ্চ ৩০০+ ওয়ানডে স্কোর। তবে এই নজির ভারতের একার নয়। এই রেকর্ড যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলেরও। তাদেরও এক ক্যালেন্ডার বছরে চারটি ৩০০+ ওয়ানডে স্কোরের নজির রয়েছে।

২০২৪ সাল থেকে, এখনও পর্যন্ত ভারত মোট ২১টি নারী ওডিআই ম্যাচে মোট সাত বার ৩০০ রানের গণ্ডি টপকেছে। তার আগে ৩০৬টি ওয়ানডে ম্যাচে তাদের সংগ্রহ ছিল মাত্র চারটি ৩০০-এর বেশি স্কোর।

এদিন শ্রীলংকার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। স্মৃতি মন্ধানা ওপেন করতে নেমে শুরুটা কিছুটা সতর্ক ভাবে করেছিলেন। তবে পরের দিকে তিনি গিয়ার বদলান এবং দ্রুত গতিতে স্কোরবোর্ডে রান যোগ করতে শুরু করেন।

শ্রীলংকার বিপক্ষে এই ম্যাচে তিনি ১০১ বলে ১১৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। তিনি ১১৪.৮৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন, যার মধ্যে ১৫টি চার এবং ২টি ছক্কা ছিল। বিশেষ করে, স্মৃতি মন্ধানা সেঞ্চুরি করতে মাত্র ৯২ বল নিয়েছিলেন। এটি তার ওয়ানডে ক্রিকেটে ১১তম সেঞ্চুরি, যা নারীদের ওয়ানডেতে যে কোনও ভারতীয় ক্রিকেটারের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও।

স্মৃতির মান্দানার সেঞ্চুরি ছাড়াও ভারতীয় দলের নজর কেড়েছেন হার্লিন দেওয়াল। তিনি করেছেন ৫৬ বলে ৪৭ রান। হরমনপ্রীত কৌর ৩০ বলে করেছেন ৪১ এবং জেমিমা রডরিগেজের ২৯ বলে ৪৪ রানের সুবাদে তিনশোর রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া। তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রান করে। শ্রীলংকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, দেবামী বিহঙ্গ এবং সুগন্ধিকা কুমারী।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মোদি May 12, 2025
img
স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে ভারত যাওয়ার প্রয়োজন নেই : রিজভী May 12, 2025
img
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ ব্যবসায়ী আটক May 12, 2025
img
আইভীর জামিন আবেদন নাকচ May 12, 2025
img
হেলিকপ্টার-মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ ছিলো হাসিনার May 12, 2025
img
পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন : প্রধান উপদেষ্টা May 12, 2025
img
বাংলাদেশের কোচ হয়ে টেইটের অনুভূতি প্রকাশ May 12, 2025
img
পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান May 12, 2025
img
কোরবানির পশু পরিবহনে ৩টি ট্রেন চালাবে রেলওয়ে May 12, 2025
img
ঢাকা-আন্তঃনগর ট্রেনের আসন ৩৩০০০-এর বেশি আসন বরাদ্দ, টিকিট মিলবে যেভাবে May 12, 2025