বিশ্বজুড়ে আজ ১১ মে উদযাপিত হলো মা দিবস। কেউ মাকে ফুল দিল, কেউ দিলো বিশেষ কোনো উপহার। কিন্তু ক্রিকেট মাঠে মায়ের প্রতি ভালোবাসা জানানো- এমন চমকপ্রদ উপায় বেছে নিয়েছিল ভারতীয় জাতীয় দল। ২০১৬ সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া সেই বিশেষ মুহূর্ত আজও অনেকের মন ছুঁয়ে যায়।
নিজের নয়, জার্সিতে ছিল মায়ের নাম
২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজের শেষ ম্যাচে, ভারত জিতেছিল ১৯০ রানের বিশাল ব্যবধানে। কিন্তু ম্যাচের ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছিল ভারতীয় খেলোয়াড়দের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত।
সেই দিন প্রতিটি ভারতীয় ক্রিকেটার মাঠে নেমেছিলেন এমন একটি জার্সি পরে, যেখানে নিজের নাম নয়, লেখা ছিল মায়ের নাম।
মা’দের সম্মান জানাতে এমন উদ্যোগ
এই অসাধারণ উদ্যোগের পেছনে ছিল একটি সহজ কিন্তু দারুণ তাৎপর্যময় ভাবনা, মায়েদের প্রতি শ্রদ্ধা জানানো। মাঠে যাঁদের নাম জার্সিতে দেখে অভ্যস্ত আমরা, সেই নামের জায়গা নিয়ে নিলেন তাঁরা, যাঁরা সবসময় পেছনে থাকেন, কিন্তু জীবন গঠনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
এমএস ধোনি, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা যে যার মায়ের নাম পরে মাঠে নেমেছিলেন। ধোনির জার্সিতে লেখা ছিল তাঁর মা ‘দেবকী’র নাম, কোহলির জার্সিতে ছিল ‘সারোজ’, আর রাহানেকে দেখা যায় ‘সুজাতা’ নাম লেখা জার্সিতে।
সেদিন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এমএস ধোনি। ম্যাচের পর তিনি বলেছিলেন, “আমরা সবসময় বাবার নাম নিই। কিন্তু মা-ও তো আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। এটা ছিল মায়েদের জন্য আমাদের ভালোবাসা আর সম্মান জানানোর একটি ছোট্ট প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, “শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিনই মা’দের মূল্য দেওয়া উচিত। কারণ তাঁরাই আমাদের সব কিছুর মূল ভিত্তি।”২০২৫ সালের মা দিবসেও ভারতের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে মায়েদের উদ্দেশে আবেগঘন বার্তা ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবারের মা দিবসটা কিছুটা আলাদা। আইপিএল ২০২৫ মৌসুম আপাতত স্থগিত হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার কারণে। ফলে খেলোয়াড়েরা এই সপ্তাহেই বাড়ি ফিরে গেছেন এবং অনেকেই মায়ের সঙ্গে দিন কাটাচ্ছেন, স্মৃতিচারণ করছেন।
ক্রিকেট মাঠে মায়েদের প্রতি এমন শ্রদ্ধা দেখানো খুবই বিরল। কিন্তু ২০১৬ সালের সেই জার্সির মুহূর্ত এখনো চোখে ভাসে ভক্তদের, স্মরণ করিয়ে দেয়, খেলোয়াড় হোক বা সাধারণ মানুষ, সবার জীবনের নায়িকা একজনই- মা।