‘জওয়ান’ বদলে দিল দৃষ্টিভঙ্গি—শাহরুখকে নারীবাদীর স্বীকৃতি
মোজো ডেস্ক 07:56PM, May 11, 2025
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জনপ্রিয়তা শুধু অভিনয়ের গুণেই নয়—তার ব্যক্তিত্ব, মনোভাব এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যও। এবার তাকে সরাসরি “নারীবাদী” বলে আখ্যা দিলেন ‘জওয়ান’ সিনেমার গায়িকা রাজা কুমারি।
একটি সাক্ষাৎকারে তিনি জানান, লস অ্যাঞ্জেলেস থেকে বলিউডে কাজের স্বপ্ন নিয়ে এসেছিলেন। তবে এক সময়কার হতাশার কথাও জানান। এক সঙ্গীত পরিচালক তাকে ফিরিয়ে দেন এই বলে—“পুরুষ চরিত্র প্রধান হলে নারী কণ্ঠে মূল গান হয় না।”
কিন্তু শাহরুখ খানের ‘জওয়ান’-এ কাজ করে সেই ধারণা একেবারে বদলে যায়। সিনেমার মৌলিক গান গাওয়ার সুযোগ দেন স্বয়ং শাহরুখ। রাজা কুমারি বলেন, “এই ছবি নারীদের অগ্রগতির কথা বলে, আর শাহরুখ সেই বার্তা পৌঁছে দিতে জানেন।’’
‘শাহরুখ কি একজন পুরুষ নারীবাদী?’—এই প্রশ্নের উত্তরে রাজা কুমারির সরাসরি উত্তর, “অবশ্যই।”
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমাটি শুধু অ্যাকশন কিংবা স্টারকাস্টের জন্য নয়, বরং সামাজিক বার্তা, বিশেষ করে নারীশক্তির প্রতিনিধিত্বের জন্যও প্রশংসিত হয়েছিল।