সরকার চাইলে মালিকানায় নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

চাহিদা অনুযায়ী যেকোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়ার ক্ষমতা পেয়েছে সরকার। এজন্য এক বা একাধিক শেয়ার হস্তান্তরের আদেশ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক—এমন বিধান রেখে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যাংকের মালিক বা পরিচালকেরা নিজেদের স্বার্থে ব্যাংকের সম্পদ বা তহবিল ব্যবহার করলে, কিংবা প্রতারণার আশ্রয় নিলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের বিরুদ্ধে রেজল্যুশন কার্যক্রম শুরু করতে পারবে। প্রয়োজনে নিয়োগ দিতে পারবে অস্থায়ী প্রশাসকও।

এছাড়া দুর্বল ব্যাংকগুলোর শেয়ার, সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের সুযোগ রাখা হয়েছে। লাইসেন্স বাতিল হলে বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে অবসায়নের উদ্যোগ নেবে এবং দায়িত্বপ্রাপ্ত অবসায়ক নিয়োগ করা হবে।

অধ্যাদেশে আরও বলা হয়, যেসব কর্মকর্তার সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তায় ব্যাংক ক্ষতির মুখে পড়ে, তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। নিয়ম লঙ্ঘনকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতিদিন বিলম্বে ৫ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এটি দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রণে একটি বড় আইনি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ