‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে। চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
 
তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গতকাল বিকেল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনার অবসান হয়েছে। ফলে সিরিজ নিয়ে নতুন করে আশাবাদী বিসিবি।

এই সিরিজ নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তারা প্রস্তুত। আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘দেখুন এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুইটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে সিরিজটা হবে কী হবে না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া আছে, বিশ্বকাপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে।'
 
'এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল এখানে আমরা কী করতে পারি কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’-যোগ করেন তিনি।

শেষ কয়েকদিনের অনুশীলন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’
 
‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’-যোগ করেন তিনি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ব্রাজিলের কোচ আনচেলত্তিই May 12, 2025
img
বিদ্যুৎখাতের দুর্নীতি : ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের May 12, 2025
img
শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ : শিবির সেক্রেটারি May 12, 2025
img
সিলেট আদালতে আত্মসমর্পণে আসা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ধাওয়া May 12, 2025
img
আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার সই May 12, 2025
কর আরোপের যে নতুন সিদ্ধান্ত নিলো এনবিআর May 12, 2025
img
ভারত ছাড়ছেন অনুপম খের, অশ্রুসিক্ত অভিনেতা! May 12, 2025
img
আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম May 12, 2025
img
আব্দুল হামিদের লাল পাসপোর্ট বহাল রাখা বৈধ ছিল কিনা খতিয়ে দেখা হবে May 12, 2025