অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

নব নির্বাচিত পোপ লিও চতুর্দশ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শান্তির জোর আহ্বান জানিয়েছেন। তিনি রোববার (১১ মে) ভ্যাটিকান সিটি থেকে দেওয়া এক বার্তায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির আহ্বান করেন। একই সঙ্গে ইউক্রেন সংকট নিরসনে একটি ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

রয়টার্স ও স্কাই নিউজ-এর খবরে বলা হয়েছে, পোপ লিও তার বক্তব্যে বলেন, “গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। একইসঙ্গে যেসব ব্যক্তি বন্দি অবস্থায় রয়েছেন, তাদের মুক্তি দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “আমরা যেন ভুলে না যাই, এই ধ্বংসস্তূপের নিচে কত নিরীহ শিশু, নারী ও পুরুষ চাপা পড়ে আছে। মানবতার স্বার্থেই এখন শান্তির পথ খুঁজে বের করা প্রয়োজন।”

পোপ লিও ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ইউক্রেনের যুদ্ধ যেন ক্রমে একটি স্থায়ী সংকটে পরিণত হচ্ছে। এই সংঘাতের সমাধান শুধুমাত্র সামরিক নয়, বরং ন্যায়ের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান বজায় রেখেই সম্ভব।”

এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণ করে তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দেন: “আজকের সহিংসতা ও যুদ্ধ যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধের মতো।” তিনি মানবতার কল্যাণে সকল পক্ষকে অস্ত্র নয়, আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

এমআর/টিএ


Share this news on: