কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই তা নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি সেই দল থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনই সে দল টেকে না, এমনকি অনুমোদন থাকলেও না।’

রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করেছে, তারা যদি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তাদের বিচার হবে ও শাস্তি পাবে। তবে কোনো পরিষদের সিদ্ধান্ত মানেই সেটা ন্যায়বিচার নয়। চূড়ান্ত রায় দেবে জনগণ।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি হলো মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত দল, বঙ্গবন্ধুর লালন-পালনে গড়ে ওঠা দল। যে দল এ দেশের স্বাধীনতা এনেছে। এ দলকে কচুপাতার পানির মতো সহজে সিদ্ধ বা নিষিদ্ধ করা যাবে না। এটা বোঝা উচিত—রায় দেওয়ার মালিক জনগণ।’
 
ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে প্রশ্নের উত্তরে কাদের সিদ্দিকী বলেন, ‘এখনকার দিনে যুদ্ধ ছেলেখেলা নয়। দুই-একটা গুলি ছোড়ার বিষয় নয়। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তার ভয়াবহ প্রভাব পড়বে সারা বিশ্বে।’
 
তিনি বলেন, ‘ভারত হলো মহাচালকের দেশ। তারা হঠাৎ করে যুদ্ধ-যুদ্ধ খেলায় যাবে না। যারা এখন যুদ্ধের ঢোল পেটাচ্ছে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের সাধারণ মানুষও এই পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোনো যুদ্ধই এখন আর একক কোনো দেশের বিষয় নয়। আমরা প্রতিবেশী হিসেবে প্রভাব থেকে মুক্ত থাকতে পারব না।’

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস.এম. নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক সাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ