মাস্কের উচিত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয়া : মেলিন্ডা গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ দাতা এবং মানবতাবাদী, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ইলন মাস্ককে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি মাস্ককে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংক্রান্ত যে সিদ্ধান্ত তিনি নেয়ার চেষ্টা করছেন, তা বাস্তব পরিস্থিতি না জানার পর করা উচিত নয়। তার মতে, মাস্কের উচিত পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের কষ্ট দেখে, তারপর সিদ্ধান্ত নেয়া।

ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চ গেটস বলেন, "যে কোনো বড় পদক্ষেপ নেয়ার আগে, পৃথিবীতে কী হচ্ছে, সেটা দেখুন। শুধু দেশের ভিতরের পরিস্থিতি নয়, বিশ্বে আরও অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের উচিত নয়, আমাদের কার্যক্রম বন্ধ করে সেখানকার মানুষদের আরও বিপদে ফেলে দেওয়া।"

এই মন্তব্য ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত সরকারি কার্যক্রমের উন্নতি সংস্থা (Department of Government Efficiency) সম্প্রতি বিদেশী কর্মী ছাঁটাই এবং বৈদেশিক সাহায্য প্রকল্পগুলো বন্ধ করার পটভূমিতে এসেছে। মাস্কের এই পদক্ষেপে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID-এর ২০২৪ সালের বাজেট ছিল প্রায় ৩২.৫ বিলিয়ন ডলার, যা বিভিন্ন দেশ যেমন ইউক্রেন, জর্ডান, এবং ইথিওপিয়ায় সাহায্য প্রদান করত।

ইলন মাস্ক ফেব্রুয়ারিতে এক এক্স (পুরোনো টুইটার) পোস্টে লিখেছিলেন, "আমরা USAID-কে গুঁড়িয়ে দিয়েছি। এটি পার্টি করার জন্য খরচ করা যেতে পারত, তবে আমরা তার বদলে এই কাজটি করেছি।" এর কিছুদিন পর, USAID তাদের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করে যে, তাদের ৮৩% কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং USAID-কে পররাষ্ট্র দপ্তরের আওতায় নেয়া হবে।

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং ইলন মাস্কের মধ্যে সম্পর্ক অতীতে বেশ কয়েকবার তিক্ত হয়েছে। গত বছর, মাস্ক ফ্রেঞ্চ গেটসের প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন করার পর মন্তব্য করেছিলেন যে, এটি "পশ্চিমী সভ্যতার পতন" হতে পারে।

ফ্রেঞ্চ গেটস বলেন, "যারা কাজ করছে না, তারা সহজে সমালোচনা করতে পারে। কিন্তু আমি তাদের কথা শুনি না। আমি আমার কাজ চালিয়ে যাই।"
এছাড়া, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস তার দাতব্য কার্যক্রমের জন্য ১ বিলিয়ন ডলার দান করার পরিকল্পনা করেছেন। এই দানটি নারী ও পরিবারের কল্যাণ এবং যুক্তরাষ্ট্রে প্রজনন অধিকার নিয়ে কাজ করবে।

টিএ/

Share this news on:

সর্বশেষ