এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম

অভিনয় থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন সোনাম কাপুর। স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সোনাম যেন পুরোদস্তর একজন গৃহিণী।
 
এরই মধ্যে বিশ্ব মা দিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা, ভয়, উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মনে। দুই দেশের লড়াইয়ে নতুন করে বিভেদের সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় সোনামের বার্তা ছুঁয়ে গেছে ভক্তদের মন। মাতৃত্ব মানে শুধুই মা নয়, সেটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। তার মা নিজেই শিখিয়েছেন, মাতৃত্ব জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে যেতে পারে।
 
সম্প্রতি ভারতের মানচিত্রের একটি ছবি শেয়ার করেন সোনাম কাপুর। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।”
 
সোনম আরও লেখেন, “এই ভূমিতেই একই আকাশের নীচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা উচ্চৈস্বরে বলা হয়।”

রিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তিও ভাগ করে নেন সোনম। সবশেষে অভিনেত্রী লেখেন, “এই মাতৃদিবসে, আমি শুধু আমার মাকে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালোবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি বিশ্বাস করি। এই ভালবাসা দেখেই আমি বড় হয়েছি।”

 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশকে অতিরিক্ত ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ডেনমার্ক May 12, 2025
img
সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল May 12, 2025
img
আগামী ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে May 12, 2025
img
বোনাস ও বকেয়ার দাবিতে ভালুকায় মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ May 12, 2025
img
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন May 12, 2025
img
গ্রীষ্মে শরীর ঠাণ্ডা রাখতে কাঁচা আম, জানুন ৬টি স্বাস্থ্য উপকারিতা May 12, 2025
img
সচিবালয় নতুন ভবনে শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম May 12, 2025
img
নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি May 12, 2025
img
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মোদি May 12, 2025
img
স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে ভারত যাওয়ার প্রয়োজন নেই : রিজভী May 12, 2025