বজ্রপাত ও কালবৈশাখীতে ৫ জেলায় ১২ জনের মৃত্যু

দেশের পাঁচ জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে প্রাণ গেছে অন্তত ১২ জনের। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে মারা গেছেন ৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন কৃষিকাজে নিয়োজিত শ্রমিক, শিশু ও সাধারণ বাসিন্দা। আহত হয়েছেন আরও একজন নারী, যার কণ্ঠনালি ঝলসে গেছে।

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে প্রাণ গেছে তিনজনের। এদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থীও রয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান এক কৃষি শ্রমিক, আহত হন আরেকজন।

চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন। একজন মাঠে ঘাস কাটছিলেন, অন্যজন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, খোলা মাঠে অবস্থান এবং সচেতনতার অভাব এসব দুর্ঘটনার পেছনে মূল কারণ। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।


এসএস/টিএ

Share this news on: