আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসর উদ্দিনকে গণপিটুনির পর পুলিশে দেওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ মে) সিলেটে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে জনতা।
স্থানীয়রা জানান, রোববার বাদ জোহর স্থানীয় চটিগ্রাম জামে মসজিদের কাছে স্থানীয়দের রোষানলে পড়েন আফসর। তাকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মামুন রশীদ বলেন, স্থানীয়রা আফসর চেয়ারম্যানকে আমার বাড়িতে এনে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।
কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল জানান, আফসর উদ্দিনকে পুলিশ হেফাজতে আনার পর তার বিরুদ্ধে থাকা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এসএম