অস্ট্রেলিয়ান তারকাদের ছাড়াই শুরু হতে পারে আইপিএল

ফের শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সবকিছু ঠিক থাকলে ১৬ মে থেকে ফের বল গড়াতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেতে পারে দলগুলো, কারণ আইপিএলের শেষ পর্যন্ত খেলা নিয়ে অনিশ্চয়তার মুখে রয়েছেন অস্ট্রেলিয়ার ১৪ জন ক্রিকেটার।

সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া শুধুমাত্র ২৫ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য নিজেদের খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। অন্যদিকে, বিসিসিআই ৩০ মে বা ১ জুন ফাইনালের পরিকল্পনা করছে। অর্থাৎ ২৫ তারিখের পর অজি ক্রিকেটারদের আর আইপিএলে অংশগ্রহণ করা সম্ভব না হলে বহু দলের পরিকল্পনায় বড়সড় ফাটল ধরতে পারে।

যেসব দলে রয়েছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়

চেন্নাই সুপার কিংস: নাথান এলিস

দিল্লি ক্যাপিটালস: মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক

কলকাতা নাইট রাইডার্স: স্পেনসার জনসন

লখনৌ সুপার জায়ান্টস: মিচেল মার্শ

পাঞ্জাব কিংস: মার্কোস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, জ্যাভিয়ের বার্টলেট

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জশ হ্যাজেলউড, টিম ডেভিড

সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অ্যাডাম জাম্পা (ইনজুরির কারণে ছিটকে গেছেন)

এই খেলোয়াড়দের মধ্যে অনেকে দলের মূল স্তম্ভ, বিশেষ করে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং ট্র্যাভিস হেড। তাদের ছাড়াই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে অন্তত সাতদিন দলের শিবিরে যোগ দিতে হয়। সেই হিসেবে ৪ জুনের মধ্যে সমস্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক। যদি আইপিএল ফাইনাল হয় ৩০ মে, তাহলে হাতে সময় থাকবে মাত্র ৩-৪ দিন, যা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়।

বিসিসিআই সূত্রে জানা গেছে, তারা কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে আইপিএল খেলার জন্য জোর করছে না। তবে প্লেয়ারদের অনুপস্থিতি নিয়ে এখনও অস্ট্রেলিয়া ক্রিকেট কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
না ফেরার দেশে বিশ্বের সবচেয়ে ‘দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা May 14, 2025
img
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল May 14, 2025
img
বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন: জেলেনেস্কি May 14, 2025
img
বক্স অফিসে অজয়ের ‘রেইড টু’ এর দুর্দান্ত সাফল্য May 14, 2025
img
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে May 14, 2025
আদালতকক্ষে বিশৃ'ঙ্খলা, পায়ের জুতা হারালেন মমতাজ May 14, 2025
বেড়েছে গ্রেফতারের ঘটনা, অধিকাংশই আ.লীগের নেতাকর্মী May 14, 2025
বনানীর বাসিন্দারাই পরিষ্কার করছেন লেক এবং লাগাচ্ছেন গাছ May 14, 2025
img
আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিল টাইগাররা May 14, 2025
ঢাকার সড়কের ২০% অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে দায়ী যে যানবাহন May 14, 2025