গন্ধগোকুলের মল থেকে তৈরি বিশ্বের সবচেয়ে দামি কফি ‘কপি লুয়াক’

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কফির তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত "কপি লুয়াক"। অবিশ্বাস্য হলেও সত্য, এই কফি প্রস্তুত হয় একটি নির্দিষ্ট বন্যপ্রাণী খাটাশ বা গন্ধগোকুলের মল থেকে সংগ্রহ করা কফি বিন দিয়ে। প্রতিকেজি কপি লুয়াকের দাম আন্তর্জাতিক বাজারে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আর এক কাপ কফির মূল্য হতে পারে ৩৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।

“কপি লুয়াক” নামটি এসেছে ইন্দোনেশিয়ান শব্দ থেকে— যেখানে “কপি” অর্থ কফি এবং “লুয়াক” হলো খাটাশের স্থানীয় নাম। এই প্রাণীটি বাংলাদেশে ‘খাটাশ’ নামেই অধিক পরিচিত। ঔপনিবেশিক যুগে ইন্দোনেশিয়ায় কফি চাষ শুরু হয়। সেসময় স্থানীয় কৃষকরা নিজেরা কফি সংগ্রহ করতে না পারলেও খেয়াল করেন, বন্য খাটাশরা কফি ফল খায় এবং তাদের মলের সঙ্গে হজম না হওয়া কফি বিন বেরিয়ে আসে। পরে কৃষকরা সেই বিন সংগ্রহ করে পরিষ্কার করে ভেজে কফি তৈরি করেন, যার স্বাদ ছিল এতটাই অনন্য যে ধীরে ধীরে তা অভিজাত শ্রেণির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

গন্ধগোকুল কফি গাছের সবচেয়ে পাকা ও মিষ্টি চেরি ফল বেছে খায়। তাদের হজমপ্রক্রিয়ায় ফলের বাইরের অংশ হজম হলেও ভেতরের কফি বিন অক্ষত থেকে যায়। তবে তাদের পেটে থাকা এনজাইমের কারণে কফির প্রোটিন কিছুটা ভেঙে যায়, যা কফির স্বাদে এনে দেয় বিশেষ মসৃণতা ও তিক্ততা হ্রাস করে। ফলে এই কফি হয় তুলনামূলকভাবে কোমল, কম অ্যাসিডিক এবং পাকস্থলীর জন্য আরামদায়ক।

প্রাকৃতিকভাবে এই কফি সংগ্রহের পর পুরোপুরি পরিষ্কার, শুকানো, ভাজা ও প্যাকেটজাত করা হয়। তবে আধুনিক সময়ে বাণিজ্যিক উৎপাদনের জন্য অনেক খামারে খাটাশকে খাঁচায় রেখে জোরপূর্বক কফি চেরি খাওয়ানো হয়, যা প্রাণীটির স্বাভাবিক জীবনযাত্রার জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের বন্দি পরিবেশে উৎপাদিত কফির মানও প্রাকৃতিকভাবে সংগৃহীত কফির তুলনায় অনেক নিচু।

এই কফির সীমিত উৎপাদন ও প্রস্তুতির জটিলতা এটিকে আরও বিরল ও মূল্যবান করে তুলেছে। তবে এর উচ্চমূল্যের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ কফিকে “কপি লুয়াক” নামে বাজারজাত করছে। পাশাপাশি, বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং বন উজাড়ের কারণে পরিবেশগত উদ্বেগও ক্রমবর্ধমান।

এই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রতিষ্ঠান কৃত্রিমভাবে খাটাশের হজম এনজাইম অনুকরণ করে কফি তৈরির চেষ্টা করছে, যাতে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এড়ানো যায়। ইন্দোনেশিয়ার যেসব অঞ্চলে কপি লুয়াক উৎপাদন হয়, সেগুলো এখন রীতিমতো পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

তবে এই কফির ধর্মীয় গ্রহণযোগ্যতা নিয়েও মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, যেহেতু এটি প্রাণীর মল থেকে সংগ্রহ করা, তাই তা পান করা উচিত নয়। অন্যদিকে, অনেক পণ্ডিত মনে করেন— যেহেতু প্রক্রিয়াকরণে মলের কোনো অংশ ব্যবহার করা হয় না, তাই এটি হালাল হতে পারে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফিস্টের খাবার খেয়ে রাবিতে ৫০ শিক্ষার্থী অসুস্থ Aug 06, 2025
img
সমালোচনাকে উন্মুক্ত করেছি, অতীতে যা ছিল অকল্পনীয় : প্রধান উপদেষ্টা Aug 06, 2025
img
এবার শাহরুখের প্রতিবেশী হচ্ছেন আমির, নিয়েছেন ৪ ফ্ল্যাট! Aug 06, 2025
img
মিছিল শেষে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা Aug 06, 2025
img
“আমি তৈরি”, জাতীয় দল নিয়ে নেইমারের স্পষ্ট বার্তা Aug 06, 2025
img
বামপন্থিরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে : ঢাবি শিবির সভাপতি Aug 05, 2025
img
নির্বাচনী তারিখ ঘোষণায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি Aug 05, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর কখনো দলীয় সন্ত্রাসের হাতে জিম্মি হবে না:প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না: নাছির Aug 05, 2025
img
অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে: সাইফুল হক Aug 05, 2025
img
জাপানে ১ লাখ তরুণ পাঠানোর প্রস্তুতি শুরু : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
দিল্লিতে অনুষ্ঠানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি সারা খান Aug 05, 2025
বুবলীকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন শাকিব! Aug 05, 2025
নতুন বাংলাদেশের প্রত্যাশায় ফারুকী, শান্তির বার্তা পরীমনির Aug 05, 2025
ঘোষণাপত্র পাঠকে 'ঐতিহাসিক মুহূর্ত' আখ্যা দিল এবি পার্টি Aug 05, 2025
রোবট দিয়ে লেখানো হয়েছে ঘোষণাপত্র - ব্যারিস্টার ফুয়াদ Aug 05, 2025
img
সেকেন্ড রিপাবলিক কী, আমি বুঝি না : মাসুদ কামাল Aug 05, 2025
img
পাঁচ বছরের জন্য বান্দ্রায় নতুন ঠিকানা আমির খানের Aug 05, 2025
img
অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু বুধবার Aug 05, 2025