মালদ্বীপকে দেওয়া ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত

কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে আরও ৫ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী এক বছর ধরে কিস্তিতে দেওয়া হবে এই ঋণ।ভারতের সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ভারতে মালদ্বীপের দূতাবাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রসঙ্গত, ট্রেজারি বিলের আওতায় ২০১৯ সালের মার্চ থেকে মালদ্বীপকে বেশ কয়েক দফায়ে ঋণ সহায়তা দিয়েছে ভারত। এই বিলের আওতায় যেসব সহায়তা দেওয়া হয়েছে, দীর্ঘ সময় নিয়ে সেসব শোধ করতে পারবে মালদ্বীপ এবং এই ঋণের বিপরীতে কোনো সুদও দিতে হবে না দেশটিকে।
 
সোমবার এক বিবৃতিতে এসবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “মালদ্বীপ ভারতের গুরুত্বপূর্ণ উপকূলবর্তী প্রতিবেশী এবং ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘ভিশন মহাসাগর’ নীতির আওতায় মালদ্বীপকে বাৎসরিক ঋণ হিসেবে ৫ কোটি ডলার দিচ্ছে ভারতের সরকার “

ভারতের মালদ্বীপ দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় বাৎসরিক হিসেবে ৫ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে মালদ্বীপ। ঋণের এই অর্থ মালদ্বীপের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে ব্যয় করা হবে।”
 
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে বলেছেন, “ভারতের এই সহায়তা মালদ্বীপ এবং ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি অনন্য উদাহারণ। আমরা মালদ্বীপের অর্থনীতিকে সংস্কারের মাধ্যমে আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছি এবং এক্ষেত্রে এই অর্থ সহায়ক হবে।”

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের প্রায় একমাত্র অর্থনৈতিক খাত পর্যটন। খাদ্য, ওষুধ, জ্বালানি থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্য দেশটিকে আমদানি করতে হয়।ভারত মালদ্বীপকে গত বেশ কয়েক বছর ধরে আর্থিক ও পণ্য সহায়তা দিয়ে আসছে।


এমআর\টিএ


Share this news on: