মাতৃত্বকালীন ছুটি শেষে শুটিংয়ে ফিরছেন অনিন্দিতা!

কলকাতার ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী তার অভিনয় প্রতিভায় দর্শকমনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। চলতি বছরের মার্চে মা হওয়ার সুখবর শোনান তিনি। সন্তান জন্মের আগে পর্যন্ত ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে তাকে নিয়মিত দেখা যেত। এরপর কিছুদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যান।

তবে এরই মধ্যে ছোট পর্দার ‘সিরিয়াল পিসি’কে মিস করতে শুরু করেছেন দর্শকরা। সাধারণত নেতিবাচক চরিত্রে তাকে বেশি দেখা গেলেও ‘তেঁতুলপাতা’-তে তার ভিন্নধর্মী চরিত্র দর্শকদের মন কেড়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই শুটিং শুরু করবেন অনিন্দিতা। আবারও সেই পুরনো চরিত্রে দেখা যাবে তাকে। দু’মাসের মেয়েকে বাড়িতে রেখে কী করে শুটিংয়ে ফিরবেন অভিনেত্রী? সেই প্রশ্ন সকলের মনে।

প্রতিবেদনে আরও বলা হয়, মেয়ের দেখভালের সমস্ত ব্যবস্থা করেই শুটিংয়ে যাবেন অভিনেত্রী। তবে এ সময় ১৪ ঘণ্টা টানা শুটিং করা কঠিন। সেখানে সহায়তা করবে প্রযোজনা সংস্থা। গর্ভাবস্থায় টানা কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। তাই অনিন্দিতার বিশ্বাস, এখনও কোনও অসুবিধা হবে না। 

আরএ/টিএ

Share this news on: