সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি

উদ্যম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক মোহাম্মদ এজাজ। উত্তরা এলাকায় আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে সমাজসেবামূলক বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্যম বাংলাদেশের চলমান সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় অংশ নেন উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম প্রিন্স, যিনি সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, “মানবতার কল্যাণে কাজ করা কোনো সহজ দায়িত্ব নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি স্বপ্ন, যা কেবল কিছু মানুষের কাঁধে সীমাবদ্ধ থাকে না। এই প্রতিশ্রুতি পুরো সমাজকে বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। উদ্যম ইনোভেশন সোসাইটি সেই স্বপ্নের নাম, যার ভিত্তি ২০১৬ সালে মানবতার কল্যাণে স্থাপন করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “এই সংগঠন কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি শোষিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি জোরালো সামাজিক আন্দোলন। ইতিমধ্যেই উদ্যম ফাউন্ডেশনের মাধ্যমে পথশিশুদের জন্য সাতটি স্কুল স্থাপন করা হয়েছে, যেখানে শত শত শিশু শিক্ষার আলো পাচ্ছে। পাশাপাশি খাদ্য, বস্ত্র ও মৌলিক চাহিদা পূরণে এবং চিকিৎসা ও আইনগত সহায়তায় আমরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন উদ্যম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলগণ, ডিএনসিসির বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই ধরনের সামাজিক উদ্যোগই একটি উন্নত, মানবিক নগর গড়ার ভিত্তি স্থাপন করে। ডিএনসিসি ভবিষ্যতে উদ্যম ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী।”

উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশ একটি অরাজনৈতিক, অ-লাভজনক মানবিক সংগঠন, যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আইন সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত: ক্লার্ক May 13, 2025
হাসিনার একটা একটা টুকরা আমি খাইতাছি May 13, 2025
কাল হলো তথ্য ফাঁস! ফাঁসকারী এখন আতঙ্কে! May 13, 2025
আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে May 13, 2025
img
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ May 13, 2025
img
ভাসানচর থেকে পালিয়ে এলো ৪০ রোহিঙ্গা May 13, 2025
img
ভারতফেরত ৭৫ বাংলাদেশির মুক্তি বিলম্ব, কোস্টগার্ডের ভূমিকা নিয়ে ক্ষোভ May 13, 2025
img
আইভীকে গ্রেফতারে বাধা, হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা May 13, 2025
img
এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি নতুন বিভাগ গঠন May 13, 2025
img
‘আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ’, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না May 13, 2025