নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টির গামলার ভেতরে ছোট-বড় তেলাপোকার বাচ্চা, মশা-মাছিসহ বিভিন্ন প্রকার পোকামাকড় থাকায় নিউ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) সন্ধ্যায় চাটখিল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (১২ মে) সন্ধ্যায় চাটখিল বাজারের নিউ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ফ্রিজের মধ্যে অস্বাস্থ্যকরভাবে আগের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা, মিষ্টির গামলাগুলোতে ছোট-বড় তেলাপোকার বাচ্চা, মশা-মাছিসহ বিভিন্ন প্রকার পোকামাকড় পড়ে থাকতে দেখে তিনি ৪০ হাজার টাকা জরিমানা করেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন,চাটখিল পৌরসভা কার্যালয়ের সামনেই হোটেলটি অবস্থিত। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর পোকামাকড় মিশ্রিত নোংরা ও অস্বাস্থ্যকর মিষ্টিগুলো জব্দ করে নষ্ট করা হয়। এছাড়াও ভবিষ্যতে সংশোধনের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরআর/এসএন