উচ্চশিক্ষায় ১৫% ভ্যাট প্রত্যাহারের আহ্বান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান (এপিইউবি) ড. মো. সবুর খান বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ করারোপ একটি বড় চ্যালেঞ্জ। এই করের কারণে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তাই উচ্চশিক্ষার ওপর ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

সোমবার (১২ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে বনানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউবি) কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) আয়োজিত গোলটেবিল আলোচনার আয়োজন তিনি এসব কথা বলেন।

আলোচনায় বক্তারা ছাত্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে দূরত্ব কমানোর ওপর জোর দেন।

তারা বলেন, শিক্ষকদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝতে হবে এবং নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। একইসঙ্গে শিক্ষকদের সম্মানহানি হয় এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

সভাপতির বক্তব্যে বিএসপিইউএর প্রেসিডেন্ট ও ইউআইইউর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অস্থিরতার অন্যতম কারণ। একইসঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির ভিসি প্রফেসর ড. আবদুর রব। প্যানেল আলোচক হিসেবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. কামরুল আহসান, এশিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শাহজাহান খান, উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম এবং সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. জুলফিকার হাসান বক্তব্য দেন।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিটির প্রফেসর ড. নেহরিন মাজেদ এবং সঞ্চালনা করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী। এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিএসপিইউএর সেক্রেটারি ড. নাহিন মামুন ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

আরআর/এসএন

Share this news on: