ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা আজ

বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকায় অনুষ্ঠিত হবে। সোমবার হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা ১৩-১৪ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। ভিয়েতনামের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী প্যান থি থাং।

বৈঠকে উভয়পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে– অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলা করা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ প্রচার করা।

জেটিসি সভার পাশাপাশি আগামী ১৪ মে একটি বাংলাদেশ-ভিয়েতনাম ব্যবসায়িক ফোরামও আয়োজন করা হবে, যেখানে উভয় দেশের প্রধান ব্যবসায়ী নেতা এবং শিল্প প্রতিনিধিরা একত্রিত হবেন।

আরএম/এসএন

Share this news on: