দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক আবুল হাসনাত সই করা তলবি নোটিশে তাকে আগামী ১৩ মে সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
গত ৬ মে সংস্থাটি থেকে তলবি নোটিশ ছিদ্দিকুর রহমানের নরসিংদী ও মিরপুরের ঠিকানায় পাঠানো হয়েছে। যদিও এরই মধ্যে নিজ ও স্ত্রীর শারীরিক অসুস্থতায় দুদকে হাজির হতে সময় চেয়ে আবেদন করেছেন তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল আদালতে এক আদেশে মো. ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের পরিচালক আবুল হাসনাতে নেতৃত্বে তিন সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন। টিমের অপর সদস্যরা হলেন- সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
আরআর/এসএন