রাজধানীতে একদিনে তাপমাত্রা কমল ৮.৬ ডিগ্রি

রাজধানীতে একদিনের ব্যবধানে সোমবার (১২ মে) তাপমাত্রা কমেছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুধু রাজধানী নয়, খুলনা বাদে দেশের প্রায় সব এলাকাতেই এদিন থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে।

গত বুধবার (৭ মে) দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। শুক্রবার দেশের অনেক এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবার দেশের ৬২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এই তাপপ্রবাহ ছিল অপেক্ষাকৃত বেশি।

এর মধ্যে রোববার (১১ মে) রাজধানীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতেও একদিনের ব্যবধানে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। রোববার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরএম/এসএন 


Share this news on: