সামরিক সংঘাতের বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রচেষ্টায় দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান। কাশ্মির অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে চলেছিল প্রবল উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের জনজীবন। যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও।
ভারতে গত ৯ম স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরুর নতুন সময় ঘোষণা করা হয়েছে। পাকিস্তান অবশ্য এখন পর্যন্ত সেই তালিকায় খানিক পিছিয়ে। তবে খুব বেশি দেরি করার পক্ষে নন দেশটির ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খুব দ্রুতই পিএসএল-কে মাঠে ফেরাতে কাজ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
চলছে পিএসএলের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ১৬ থেকে ১৮মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে আছে আছে নানা প্রশ্ন। কারণ, বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। স্বল্প সময়ের মধ্যে তাদের ফেরত আনাটাও বেশ কষ্টকর।
এরইমাঝে অবশ্য নিজেদের মধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছে পিসিবি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ মে পিএসএলের ৬ দলকে দেশটির রাজধানী শহরে পূর্ণ স্কোয়াড নিয়ে জড়ো হওয়ার নির্দেশনা দেয়া হবে। সঙ্গে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার জন্য চলছে জোর প্রচেষ্টা।
মাঝে দেশের বাইরে পিএসএল সরিয়ে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই এই টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে বদ্ধপরিকর আয়োজক দেশটি। বাকি থাকা ১০ ম্যাচের জন্য নতুন ভেন্যু খুঁজতে রাজি নয় পিসিবি।
এদিকে পিএসএলের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও যথাসময়ে আয়োজন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে দেশটি। ধারণা করা হচ্ছে, ২৫ মে থেকেই মাঠে গড়াবে সেই সিরিজটাও।
আরআর/এসএন