রোনালদো ছাড়াই ৯-০ গোলের জয় আল নাসরের, সাদিও মানের ৪ গোল

সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হারের পর সোমবার আল-অখদৌদের বিরুদ্ধে জ্বলে উঠল আল নাসর। রোনালদোকে ছাড়া এ ম্যাচে সেনেগালের তারকা সাদিও মানের চার গোলের দুর্দান্ত পারফরম্যান্সে ৯-০ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি।

তৃতীয় স্থান ও আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন নিশ্চিত করতে মরিয়া আল নাসর শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে। ম্যাচের প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই আয়মান ইয়াহিয়া, জন ডুরান এবং মার্সেলো ব্রোজোভিচ গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান তার দ্বিতীয় গোলটি করেন। এরপর পুরোপুরি দাপট দেখান মানে। ৫৯ মিনিটে ইয়াহিয়ার অসিস্ট থেকে তিনি তার দ্বিতীয় গোলটি করেন এবং পাঁচ মিনিট পর দুর্দান্ত বাঁ-পায়ের শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

৭৪ মিনিটে তিনি আরও একটি গোল করে স্মরণীয় করে তোলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে মোহাম্মদ মাররান পেনাল্টি থেকে গোল করে ৯-০ ব্যবধান নিশ্চিত করে।

এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। আল নাসর ৯-০ গোলের বিশাল জয় অর্জন করার পর, রোনালদোকে নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন ভক্তরা।

এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আল-নাসর ভক্তরা মন্তব্য করেছেন যে, রোনালদোর অনুপস্থিতি দলের জন্য বরং ভালো। অনেকেই সরাসরি বলেছেন, রোনালদো দলে থাকলে পারফরম্যান্স আরো খারাপ হয় এবং তার ক্যারিয়ারের সোনালি সময় শেষ হয়ে এসেছে।

একজন ভক্ত লেখেন, ‘রোনালদো ছাড়া সবচেয়ে বড় জয়—সে আমাদের ক্ষতি করছে। এখন সময় এসেছে তাকে বিদায় বলার।’

আরেকজন মন্তব্য করেন, ‘আল নাসর রোনালদো ছাড়া দুর্দান্ত খেলে। ওর না থাকাটাই প্রমাণ করছে যে দলটা আসলে আরও ভালো করে।’

অন্য একজন বলেন, ‘রোনালদো ছাড়া আল নাসর ৯-০ গোলে জিতেছে—এটাই অনেক কিছু বলে দেয়।’

একজন প্রতিক্রিয়া জানান, ‘পর্তুগাল আর আল নাসর দুটোই রোনালদো ছাড়া ভালো খেলে। ওর সময় শেষ, এটা এখন মেনে নিতে হবে!’

উল্লেখ্য, আল নাসর বর্তমানে লিগে তৃতীয় অবস্থানে রয়েছে এবং শিরোপা জয়ের সুযোগ নেই তাদের। রোনালদো ২০২২ কাতার বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেন, তবে এখন তার ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে।

আরআর/এসএন

Share this news on: