ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে যা বললেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। টেস্ট থেকে সম্প্রতি বিদায় নেওয়ার পর রোহিত শর্মার ওডিআই ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হয়।এবার এই ফরম্যাটে নিজের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি।

এক সাংবাদিকের সঙ্গে খোলামেলা আলোচনায় রোহিত স্পষ্ট করে জানিয়েছেন, যদিও তিনি এখনই অবসর (ওডিআই) নিচ্ছেন না, তবে কখন সরে দাঁড়াতে হবে তা তিনি ভালোভাবেই জানেন।

এই অভিজ্ঞ ওপেনার তার ব্যাটিংয়ের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আগে যেভাবে খেলতাম, আমি সময় নিতাম। আগে প্রথম ১০ ওভারে ৩০ বল খেলে ১০ রান করতাম। কিন্তু এখন যদি ২০ বল খেলি, তাহলে কেন ৩০, ৩৫ বা এমনকি ৪০ রান করতে পারব না? আর যে দিনগুলোতে আমি গতি পাই, প্রথম ১০ ওভারে ৮০ রান করাটাও খারাপ নয়। এখন আমি এইভাবে ভাবি।

তিনি আরো বলেন, ‘আমি যা করার ছিল, তা করেছি। এখন আমি ক্রিকেটকে ভিন্নভাবে খেলতে চাই। আমি এটাকে হালকাভাবে নিচ্ছি না। এমন ধারণা করবেন না যে সবকিছু একইভাবে চলতে থাকবে, আমি ২০ বা ৩০ রান করে খেলে যাব।

যে দিন আমি মনে করব মাঠে যা করতে চাই তা করতে পারছি না, সেদিন আমি খেলা বন্ধ করে দেব। এটা নিশ্চিত। কিন্তু এখনো আমি জানি, আমি যা করছি তা দলের জন্য সহায়ক।’

রোহিত ভারতের ওডিআই দলের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ, ২৭৩ ম্যাচে ৪৮.৭৬ গড়ে ১১,১৬৮ রান করেছেন এই ওপেনার। তার নেতৃত্বে ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে।

গত বছর বার্বাডোস ফাইনালের পর রোহিত তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেন। ৩৭ বছর বয়সী রোহিত সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন, যেখানে ১১ বছর ধরে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৪,৩০১ রান করেছেন।

লাল-বলের ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও ওডিআই ক্রিকেট চালিয়ে যাচ্ছেন রোহিত। সম্ভবত ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে নজর রেখেছেন তিনি।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এখন দেশে সবুজ কারখানার সংখ্যা ২৪৩টি May 14, 2025
img
লক্ষ্মীপুরে মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের অভিযোগ হত্যা May 14, 2025
img
ডিএনসিসির অভিযানে রিকশা ভাঙার ক্ষতিপূরণ দেবেন প্রশাসক May 14, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম May 14, 2025
img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025
মমতাজের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল May 13, 2025
আওয়ামী লীগের সঙ্গে নেতা–কর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় | টাইমস ফ্ল্যাশ | ১৩ মে, ২০২৫ May 13, 2025
বিড়ালের প্রতি নৃশংসতা ভিডিও ভাইরাল,নেটিজেনদের নিন্দার ঝড় May 13, 2025
img
আইভীকে গ্রেফতারে বাধা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা May 13, 2025