যে সিদ্ধান্ত হলো ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে

যুদ্ধবিরতির পর ভারত-পাকিস্তানের মধ্যে গতকাল সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশ আর একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে, একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৫টায় ভারত-পাকিস্তানের ডিরেক্টর অব মিলিটারি অপারেশন (ডিজিএমও)-দের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়েছিল তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি হয়।

দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে।

এছাড়া দুই দেশের ডিজিএমও-দের মধ্যে একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে কোনও পক্ষই যেন আক্রমণাত্মক পথে না হাঁটে- সেই বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় এ বৈঠক। তবে বৈঠক শেষে এ সম্পর্কে কোনো দেশই বিবৃতি দেয়নি।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনও হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনও যুদ্ধবিমান প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত জম্মু-কাশ্মীর এবং ভারত-পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। এছাড়া সীমান্তে সেনাবাহিনীও থাকবে, তবে সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি May 13, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ May 13, 2025
img
মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 13, 2025
img
প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো আরব আমিরাত! May 13, 2025
img
পাল্টা অর্থ দাবি পিএসজির, উয়েফার কাছে নালিশ দিলেন এমবাপ্পে May 13, 2025
img
শেখ হাসিনার বিষয়ে নাক গলাবো না: রাহুল গান্ধী May 13, 2025
img
আনচেলত্তির হাত ধরেই হেক্সা মিশন সফল করবে ব্রাজিল, বিশ্বাস রিভালদোর May 13, 2025
img
‘কোথাও কেউ নাই’—বলা সম্রাটের পাশে জেলা প্রশাসক May 13, 2025
গরমে বিসিএল আয়োজন নিয়ে চিন্তিত বিসিবি May 13, 2025
img
টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিলে পুলিশের বাধা May 13, 2025